ফিরে চলো মন ফিরে চলো
ফিরে চলো মন ফিরে চলো
চাষী আশরাফ
ফিরে চলো মন ফিরে চলো
চার দেওয়ালের বন্দী জীবন
লাগেনা ভালো
ফিরে চলো!
ফিরে চলো মন ফিরে চলো
যেথায় পাবে শান্ত শীতল
খেঁজুর পাতায় মায়ের আঁচল
ফিরে চলো!
ফিরে চলো মন ফিরে চলো
যেথায় পাবে শরতের আকাশ
মেঘলা দিনের বৃষ্টির আভাস
তারার আলোয় প্রিয়ার বিভাস
ফিরে চলো!
Leave a Reply